বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় শ্রীনগরের আলম বেপারীর আর ফেরা হলনা

0
76

আরিফুল ইসলাম শ্যামল: বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের তারাটিয়া গ্রামের মো আলম বেপারীর (৩৮) আর বাড়িতে ফেরা হলনা। লঞ্চ দুর্ঘটনার ঘটনায় নিহত আলম বেপারীর সংসারে রয়েছে স্ত্রীসহ ক্লাস থ্রীতে পড়–য়া দুই পুত্র সন্তান।

এঘটনায় নিহত পরিবারে বইছে শোকের মাতম। ৩০ জুন মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত আলম বেপারীর স্ত্রী ও সন্তানদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও নিহতের পরিবারকে চাল, ডাল, গুড়া দুধ, সাবান, মাস্কসহ খাদ্যসামগ্রী উপহার দেন। ভবিৎষতে সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন ইউএনও মোসাম্মৎ রহিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী খান, স্থানীয় ইউপি সদস্য মো. তপন প্রমুখ।

উল্লেখ্য, তাড়াটিয়া গ্রামের আলম বেপারী তার শ্যালিকাসহ শ্যালিকার ১৯ মাস বয়সী সন্তানকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। তাদের আর ফেরা হলোনা। সবাই সোমবার বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় মারা যায়। মো. আলম বেপারী ঢাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।