আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে

0
112

আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসঃ

সিনপটিক অবস্থা ঃ লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাস ঃ নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহ ঃ খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, সীতাকুন্ড এবং রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

তাপমাত্রা ঃ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।