ভারত ক্রিকেট দলের টেস্টের অধিনায়কও রোহিত

0
95

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এরপর বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মাকেই বেছে নেওয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিতকে।

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ শেষে হুট করে লাল বলের ক্রিকেটেরও নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর থেকে এই দায়িত্বের জন্য আলোচনায় আসতে থাকে রোহিত, লোকেশ রাহুল, রিশাভ পান্তের নাম। সব জল্পনাকে সরিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতা ঘোষণা করা হলো রোহিতকে। সহ-অধিনায়ক হলেন যশপ্রীত বুমরা। রোহিতের নেতৃত্বেই জীবনের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের একটি টেস্টও খেলবে ভারত।

উল্লেখ্য, বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে দীর্ঘ নাটক চলছে ভারতীয় ক্রিকেটে। রোহিতকে ভারতীয় ক্রিকেটে পূর্ণ দায়িত্ব দেওয়ার পর সেই পর্ব থামে কি না, সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।