খেলাধুলা

বাবা হলেন যুবরাজ সিং

পুত্রসন্তানের বাবা হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। ভারতীয় দলের এই কিংবদন্তি ক্রিকেটার এবং তার স্ত্রী অভিনেত্রী হ্যাজেল কিচের ঘর আলো করে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক পুত্রসন্তান জন্ম নিয়েছে।

বাবা হওয়ার খবরটা টুইটারে জানিয়েছেন যুবরাজ। লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হলো আমাদের পরিবারে পুত্রসন্তান এসেছে।’ পরিবারের গোপনীয়তা রক্ষার্থে পুত্রসন্তানের ছবি দেননি যুবরাজ। তাদের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করার জন্য সবার কাছে আবেদনও জানান তিনি।

উল্লেখ্য, ২০০০ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল যুবরাজের। ২০০৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বারের মতো ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button