দৌলতপুরে ভেজাল গুড়ের কারখানা মালিককে জরিমানা

0
91

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ২৪ জানুয়ারী সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডিনারা জামানের নেতৃত্বে দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুরে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় গুড় উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।

এপিবিএন খুলনার সহযোগিতায় উক্ত অভিযান সম্পন্ন হয়েছে। অভিযানে ক্যাব ও এনএসআই (মেট্রো) প্রতিনিধি উপস্থিত ছিলেন ।