মুন্সীগঞ্জে প্রথম করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

0
77

আবু সাঈদ দেওয়ান সৌরভ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা পুলিশে করোনায় এই প্রথম একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী মোঃ দুলাল শিকদার (৫২) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ২৬শে জুন রাত ১১টায় মারা গেছেন।

শনিবার ২৭শে জুন মৃতের পরিবার এ তথ্য নিশ্চিত করে। রাতেই তার মরদেহ পিরোজপুরের কাঁঠালিয়ায় তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় ১৮ই জুন করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। ২৬শে জুন শুক্রবার রাতে অবস্থার আরো অবনতি হলে ১০টার দিকে লাইফ সার্পোটে নেওয়া হয়। রাত ১১টায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন যাবত তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় সিভিল ষ্টাফ হিসাবে কর্মরত থাকায় এলাকায় ও সকলের কাছে দুলাল নামে অত্যাধিক পরিচিত ছিল। তার মৃত্যুতে অনেক সহকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। দুলাল শিকদারের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন গভীর শোক জানিয়েছেন।