জামালপুর আরও ১৭জন করোনায় আক্রান্ত, সর্বমোট শনাক্ত ৫৪২জন

0
78

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৭ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে নতুন করে আরও ১৭ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।এর মধ্যে সরিষাবাড়ী ১, ইসলামপুর ১, মাদারগঞ্জ ২, মেলান্দহ ১, দেওয়ানগঞ্জ ১, সদর ১১জন।

উল্লেখ্য যে, এখন জামালপুরের সংগৃহীত নমুনা জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবেই পরীক্ষা চলমান। এখন পর্যন্ত এ নিয়ে জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হলো ৫৪২জন। তন্মধ্যে সরিষাবাড়ী ৪৫, মেলান্দহ ৭৬, মাদারগঞ্জ ৪০, বকশীগঞ্জ ৪৮, দেওয়ানগঞ্জ ৩৪, ইসলামপুর ১০১, সদর ১৯৮জন। সর্বশেষ সুস্থ ১৯ জন, সর্বমোট সুস্থ ২২৬।

সর্বমোট মৃত্যু ৮ (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৩ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১)। মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৩৯।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ২৬১।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৩০০।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৭৯, মোট নমুনা সংগ্রহ ৫৮৫৪।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৩, ছাড়পত্র ১৫০।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৮২, ছাড়পত্র ৭০।
মোট হোম কোয়ারান্টাইন ১৭০৮, মোট ছাড়পত্র ১৫১২, বর্তমানে মোট অবস্থান ১৯৬।