চালককে আটকে রেখে মারধরের প্রতিবাদে বাস ধর্মঘট

0
99

পিরোজপুরের বাস চালককে ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে আটকে রেখে মারধরের ঘটনায় বুধবার থেকে ২য় দিনেরমত অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজও চলছে। ফলে পিরোজপুর থেকে ৫টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশন থেকে আসা শতাধিক বাস যাত্রী এখন গন্তব্যে যেতে আটকা পড়ে আছেন।

পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানাগেছে, গত ৪ জানুয়ারী হাদী নামের একটি বাসের চালক প্রতিদিনই বরিশাল থেকে যাত্রী নিয়ে মঠবাড়িয়া যায়। আবার মঠবাড়িয়া থেকে খালি গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশ্য রওয়ানা দেয় এবং পথ থেকে খালি গাড়ি নিয়ে পথ থেকে যাত্রী গাড়ীতে তুলে। এটা নিয়ম না থাকায় পিরোজপুরের বাস চালক অরবিন্দ কুমার দাস তাকে বাধা দেন। পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গাড়ী নিয়ে অরবিন্দ বরিশাল যাওয়ার পথে ঝালকাঠী পৌছলে তাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে ওই গাড়ির চালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরো কিছু লোক তাকে মারধর করে ও তার সাথে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া ধর্মঘট আজও চলছে।