করোনায় ভোলার সাবেক জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের মৃত্যু

0
96

ইয়ামিন হোসেন,ভোলা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা এবং ভোলার সাবেক জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৫)। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

গত ১৫ জুন তার করোনা রিপোট পজিটিভ হয়। এরপর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন জজ ফেরদৌস আহমেদ। রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গত ১৫ জুন তার করোনা রিপোট পজিটিভ হয়। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জজ ফেরদৌস আহমেদ।

উল্লেখ্য, ফেরদৌস আহমেদ লালমনিরহাটে যোগদানের আগে ভোলায় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ভোলা ও লালমনিরহাটের জেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।