বাগেরহাটের রামপালে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৩


স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের রামপালে আওয়ামীলীগ এর দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ ঢালী (৪০) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন । আহতরা হলো আওরঙ্গজেব (৪২), হানিফ (৩৮) ও আকরাম ঢালী (৪৭)। নিহত ও আহতরা সকলেই আওয়ামীলীগের রামপাল উপজেলা সাবেক সেক্রেটারী ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামুর কর্মী।
জামিল হাসান জামু ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামুর কর্মী ফিরোজ ঢালী তাকে বাড়ীর গেটে নামিয়ে দিয়ে অপর ৩ জনকে নিয়ে ২ টি মটর সাইকেল যোগে কাদিরখোলা এলাকায় নিজের বাড়ীতে ফিরছিল। এ সময় হোসেন মেম্বরের পক্ষের বেল্লাল চাওর সহ ৩০/৪০ জন সন্ত্রাসী তাদের মটর সাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা জামুর ৪ জন লোককে বেধড়ক মারপিট করে রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এদের মধ্যে ফিরোজ ঢালীর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ফিরোজ ঢালী মারা যায়।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন জানান, রামাপালের কাদিরখোলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একপক্ষের ৩ জন ও অপরপক্ষের ১ জন আহত হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশের টহল জারি রয়েছে এবং এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।