দেশজুড়ে

ঘাটাইলে নৌকার মনোয়ন প্রত্যাশী মান্নানের মোটর সাইকেল শোভাযাত্রা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সংগ্রামপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোয়ন প্রত্যাশী,সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কিরণ মালা বাজার থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি অত্র ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগে নেতাকর্মী ও তার বিপুল সংখক সমর্থকরা উপস্থিত ছিলেন।

মটর সাইকেল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মো: আব্দুল মান্নান সকল সাধারণ জনগনের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ, দূর্নীতি মাদক মুক্ত বঞ্চনাহীন, সমাজ গঠনের মধ্য দিয়ে সংগ্রামপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতিদেন।

তিনি আরো বলেন,আমি দীর্ঘদিন হলো আওয়ামী লীগের দুঃসময় রাজপথে ছিলাম তা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেয়,তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় বিপুল ভোটে আমি সাংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button