দেশজুড়ে

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ শাহারিয়ার আজম মুনা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে সতটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button