খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়


করাচিতে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০০ রান সংগ্রহ করে পাকিস্তান। বাবর আজম শূন্য রানে আউট হন। মোহাম্মদ রিজওয়ান দলের হয়ে সবচেয়ে বেশি ৭৮ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ২টি, ১টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন, ওশানে থমাস, ডমিনিক ড্রেকস ও ওডিন স্মিথ।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম চারটি, শাদাব খান তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ ও হ্যারিস রউফ। ম্যাচের সেরা হয়েছেন হায়দার আলি।



