টাঙ্গাইল-৭ আসনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী রূপা রায় চৌধুরী

0
139

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১৩৬ টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) সংসদীয় আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রূপা রায় চৌধুরী আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর আগে গতকাল তার পক্ষে তার স্বামী হিমাংশু শেখর রায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য গত ১৬ নভেম্বর ২০২১ স্থানীয় সাংসদ মোঃ একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদীয় আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২০ ডিসেম্বর বাছাই এবং ২৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

এই আসনের উপনির্বাচনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ কংগ্রেস ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা মনোনয়ন পত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে।