দেশজুড়ে

নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা-বিস্ফোরকসহ আটক ৫

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময়ে উদ্ধার করা হয়েছে বোমা ও বিস্ফোরক। শনিবার (৪ ডিনেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আটক পাঁচজনের তথ্যের ভিত্তিতে নীলফামারীর মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শুক্রবার দিনগত রাত থেকেই ঘিরে রাখা হয়। সকালে ওই বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক পাঁচ জন হলেন– অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।রংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল এবং ঢাকা থেকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক-অপারেশনস ঘটনাস্থলে আসেন। এরপরই শুরু হয় অভিযান। অভিযান চালিয়ে আটক করা হয় ৫ জনকে।

এ বিষয়ে রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button