গোপালপুরে উপজেলা প্রশাসনকে ৮ উইকেটে হারালো পৌর প্রশাসন

0
89

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালপুর উপজেলা প্রশাসন বনাম গোপালপুর পৌর প্রশাসন এর ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে (৩০ নভেম্বর) মঙ্গলবার সকালে গোপালপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মোঃ মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সিমা, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন ভাইয়া, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুর রহমান, সরাম লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন এমবি ছোট মনির বড় বোন নুসরাত জাহান লাকি, অধ্যাপক আব্দুল মোমেন, অধ্যাপক আনোয়ারুল আবেদীন, মোঃ খাইরুল ইসলাম তালুকদার আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ গোপালপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

খেলায় অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক, অন্যান্য ফিচার ও কর্মকর্তাবৃন্দ ও গোপালপুর-ভূঞাপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, পৌর প্রশাসন এর পক্ষে অংশগ্রহণ করেন মেয়র রকিবুল হক ছানা ও মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোট ভাই গোলাম কিবরিয়া বড় মনির, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ। টসে জয়লাভ করে উপজেলা প্রশাসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, নির্ধারিত ১৫ ওভারে ১২৩ রানের টার্গেট দেয়, পৌর প্রশাসন ৮ উইকেটে জয় লাভ করেন।