রাজধানী

গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান ১-এর ১০নম্বর সড়কের বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডিএনসিসি মার্কেটের পার্শ্ববর্তী ভবনটিতে সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তাদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, বিকেল ৪টার দিকে আবাসিক ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৪টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।

তিনি বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ৯ ও ১০ তলা ডুপ্লেক্স ফ্ল্যাটের এসির আউটবক্সে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। নতুন বাসা তৈরি করছে। তাই বাসায় কেউ ছিল না। হতাহতের কোনো ঘটনাও নেই।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button