রাজনীতি

শহীদ ডা. মিলনের প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শামসুল আলম খান মিলন প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কৃষক লীগ। আজ ২৭ নভেম্বর ২০২১ রোজ শনিবার সকালে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে কৃষক লীগের নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে ফরিদুন্নাহার লাইলীর ও কৃষক লীগের নেতারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটে। শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের শৃংখল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, অ্যাডভোকেট রেজাউল করিম হিরণ ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগে সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রতন এবং দক্ষিণের আহসান উল হক পলাশ, মতিন মাষ্টার, হাসান মাহমুদ অপু সহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button