রাজনীতি

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় দলের ‌কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বণ্টন হবে। পাশাপাশি আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরে দলীয় কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button