আচারগাঁও ফাযিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

0
153

এইচএম সাইফুল্লাহ্, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আচারগাঁও ফাজিল মাদ্রাসা আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) মাদ্রাসা হলরুমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১২৮ জন ছাত্র-ছাত্রীর বিদায় উপলক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও প্রভাষক খাইসারুল আলম ফকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব শরাফ উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাকচান্দা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর, গভর্নিংবডির সদস্য হেলাল উদ্দিন, আশিকুর রহমান কাজল প্রমুখ।

এর আগে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা সাইদুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আনিসুল হক, বাংলা প্রভাষক মাহফুজা আক্তার, রসায়ন প্রভাষক আবুল কালাম ভূইয়া, ইংরেজি প্রভাষক মিন্টু কুমার সাহা, আরবী প্রভাষক মাওলানা এমদাদুল্লাহ, গনিত প্রভাষক আজহারুল ইসলাম ভূইয়া (রিপন), প্রভাষক জাহাঙ্গীর কবীর, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, মনোয়ার হেসেন, ফরিদ উদ্দিন ভূইয়া, নাজমা খাতুন, আয়েশা খাতুন, সাবিকুন্নাহার। এছাড়া আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাইসা ইসলাম, বিউটি আক্তার, মোজাম্মেল হক, আলমগীর হোসাইন। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন, আলিম পরীক্ষার্থী আবু জাফর মাহমুদ ও মনোয়ার হোসেন।

এ সময় মাদ্রাসার সকল আলিম পরীক্ষার্থী ১২৮ জন ছাত্র-ছাত্রী, মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ সহ সকল শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে সহকারী অধ্যাপক মাওলানা আনিসুল হকের সঞ্চালনায় পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকালের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।