রাজনীতি

খালেদার বিদেশে চিকিৎসা, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা। রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে গিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেন।

এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে এই দলে আরও ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button