রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে বিএনপির এমপিদের মানববন্ধন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে তারা রাষ্ট্রপতির ক্ষমতাবলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে তারা সংসদে থাকবেন কিনা তা ভেবে দেখবেন বলেও হুমকি দিয়েছেন।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করার পর সোমবার সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে একই দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিএনপির সংসদ সদস্যরা।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দলটির ৭ জন সংসদ সদস্যের মধ্যে ৬ জন ছিলেন মানববন্ধনে। বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আরও কর্মসূচি দেবেন তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button