খেলাধুলা

সোমবার থেকে অনুশীলন শুরু করবে পাকিস্তান

বাংলাদেশের সাথে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে শনিবার (১৩ নভেম্বর) আনুমানিক সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। জানা গেছে, তাদের খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টে থাকা সকলের করোনা পরীক্ষার ফলই এসেছে নেগেটিভ। সোমবার থেকে অনুশীলন শুরু করবে পাকিস্তান। সকাল সাড়ে ১০টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে তারা। যা চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

চলতি সফরে আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। পরে ৪ ডিসেম্বর ঢাকায় হবে শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রেজওয়ান, সাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামার, হাইদার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ ধানি, শোয়েব মালিক, উসমান কাদির।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button