দেশজুড়ে

ঘাটাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ পালিত হয়েছে। “ডায়াবেটিস সেবা নিতে আর দেরী নয়” এই প্রতিপাদ্যের আলোকে রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির হেলথ অফিসার মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস। ডায়াবেটিস দিবসের গুরত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডায়াবেটিস বিশেজ্ঞ ডা.মো:মমিনুল হাসান হিমেল,সিডিপির মেডিক্যাল অফিসার রিফাত জাহান মনির,সিডিপির সহকারী ম্যানাজার শান্ত চিরাণ,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন প্রমুখ।

এসময় আইনপুর কমিউনিটি ক্লিনিক,রৌহা কমিউনিটি ক্লিনিক,নাগবাড়ী কমিউিনিটি ক্লিনিক,পাকুটিয়া হেলথ সাব সেন্টার,দেউলাবাড়ী ইউনিয়ন হেলথ এন্ড পরিবার পরিকল্পনা সেন্টার সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button