প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণী জরুরি সভা বাতিল

0
137

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে সোমবার জরুরি সভায় বসার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির। স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত- এই একটি মাত্র এজেন্ডায় জরুরী সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

কিন্তু আজ (শনিবার) সেই সভা বাতিল ঘোষণা করা হয়েছে। বাফুফে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে ছুটি চলছে তা শেষ হলে এবং দেশের পরিস্থিতি অনুকূলে আসার পর ঐ সভা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়।

গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল। লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য।

অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। অন্য কোন উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত। উঠে আসা সব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাফুফে।