দেশজুড়ে
মোহনপুরে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান


রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মহব্বতপুর উচ্চ বিদ্যালয় চত্তরে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীন বরন ও এসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, বিশেষ অতিথি ছিলেন মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুকছেদ আলী, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক এরশাদ আলী, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক মিনহাজ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।