টি-২০ বিশ্বকাপ

প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে ইতোমধ্যে আসরটি থেকে ছিটকে গেছে মাহমুদউল্লাহ-সাকিবরা। কাগজে-কলমে অবশ্য ক্ষীণ সেমিফাইনালের আশাও আছে! কিন্তু তা অতি আবেগি বিষয়ের সামিল। পুরো আসরে বল হাতে বোলাররা দারুণ করলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। সিনিয়র থেকে জুনিয়র সবার দায়িত্ব সামলানো নিয়েও উঠেছে প্রশ্ন। এবার টাইগার শিবিরে বাড়ছে চোট নিয়ে দুশ্চিন্তা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পেয়ে আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এর আগে তাসকিনের বলে নুরুল হাসানের চোট এবং সাইফউদ্দিনের পিঠের চোট কমিয়ে এনেছে বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিধি। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। আজ বিকেল ৪টার হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা ম্যাচে বিশ্বকাপে অভিষেক হতে পারে শামিম হোসেনের।

চোট পাওয়া সাকিবের বদলি হিসেবে একাদশে শামিম হোসেনের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। একই সঙ্গে কঠিন এই ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে দলের বড় ক্ষতির বলেও মানছেন তিনি। কাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘সোহান (নুরুল হাসান) আগামীকালের (আজ) মধ্যে সুস্থ হতে পারছে না। শামীম ও সৌম্য যেহেতু দলের সঙ্গে বাড়তি ব্যাটসম্যান হিসেবে আছে, ওরাই একাদশে থাকবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে অবশ্য সেমিফাইনালের ক্ষীণ আশাও আছে। কিন্তু সেটা বাস্তবতায় আসতে অনেক কিছু মিরাকল একসঙ্গে ঘটতে হবে। শেষটা জয়ে রাঙাতে মরিয়া টাইগাররা। গোছাতে চায় অস্ট্রেলিয়া বিশ্বকাপের রসদও।

অপরদিকে, এখনও সেমিফাইনালে আশা দেখছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর তারা টানা জিতেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাকি দুই ম্যাচে একটি আজ বাংলাদেশের সঙ্গে অন্যটি টুর্নামেন্টের পরবর্তী আসর নিশ্চিত করা ইংল্যান্ডের সঙ্গে।

হারলেই বিশ্বকাপ আসরের সেমিফাইনাল ওঠার সম্ভাবনার সমাপ্তি— এমন সমীকরণের ম্যাচে প্রোটিয়া একাদশেও আসতে পারে পরিবর্তন। চোটের শঙ্কায় রয়েছে দলের অন্যতম সেরা স্পিনার তাবরাজ শামসি এবং লঙ্কানদের হারানোর নায়ক ডেভিড মিলারের। তারা ফিট থাকলে পরিবর্তন নাও থাকতে পারে প্রোটিয়া একাদশে।

টি-টোয়েন্টি সংস্করণে এখনও প্রোটিয়াদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। মুখোমুখি দেখায় ৬টি ম্যাচেই হেরেছে টাইগাররা। এবার জয়ের খরা কাটাতে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পাশাপাশি সুপার টুয়েলভেও প্রথম জয় পেতে উন্মুখ টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে প্রোটিয়ারাও নিজেদের সবটা দিতে প্রস্তুত নিশ্চয়!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), শামিম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্তজে ও তাবরাইজ শামসি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button