টি-২০ বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়েই ফিরবেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৯ নভেম্বর মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফিরতে চান টেস্ট সিরিজ দিয়েই।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজেই দিয়েছেন এ তথ্য। হাঁটুর চোট থেকে সেরে উঠলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর খেলতে যান নেপালে অনুষ্ঠিত এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। তবে সেখানে খেলার সময় আবার বিপত্তি। বাঁ হাতের বুড়ো আঙুলে পান চোট। সেই চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতেই দ্রুত ব্যাট হাতে নেমে পড়বেন তিনি।

ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, আমি ডাক্তারদের সঙ্গে দেখা করেছি, তারা আমায় আগামী ৭ নভেম্বর থেকে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। আমি তাই এনসিএল খেলার পরিকল্পনাও করেছি।

আঙুলের চোটের বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেন, আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি, আরো এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারবো।

আগামী ১৪ নভেম্বর চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম পর্বের খেলা শুরু হবে। এক সপ্তাহ ব্যাটিং প্র্যাকটিস করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবেই এনসিএলে খেলতে চাচ্ছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানান, বিশ্বকাপের পর আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। তামিম এনসিএল খেলবেন বলে ক্যাম্পে থাকছেন না। তবে ২৬ তারিখ চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টের দলে ওয়ানডে দলের অধিনায়ককে হয়তো দেখা যাবে।

পাকিস্তান সিরিজের আগে ঘরের মাঠে গেলো আগস্ট-সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরির কারণে তামিম মিস করেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হওয়া টি-টোয়েন্টি সিরিজটিও পারিবারিক কারণে খেলেননি তিনি। খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষেও।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button