দেশজুড়ে

উচ্চফলনশীল জাতের ব্রী ধান ৮৭ চাষে নতুন সফলতার সম্ভাবনা

মোঃ রনি খান মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বরিশাল, পটুয়াখালী, ভেলা, ঝালকাঠি, বরগুনা, ফরিদপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দঃ আমড়াগাছিয়া ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মোঃ শাহ আলম গাজী ৩৩ শতক জমিতে উফশি আমন জাতের ব্রি ধান-৮৭ চাষ করে ব্যাপক ফলনের সাম্ভবনা রয়েছে। এই ধানে চিটা এবং পোকা-মাকড়ের আক্রমণও কম। বেশি ফলন এবং চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

সোমবার (৩১ অক্টোবর ) মির্জাগঞ্জ উপজেলা কৃর্ষি অধিদপ্তর সুত্রে জানা যায়, ২০১৮ সালে ব্রি ধান-৮৭ নামে নতুন জাতের ধান উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। ২০১৭ সালে গত বছর পরীক্ষামূলক চাষের পর এবার স্বল্প পরিসরে অংশীদারমূলক পদ্ধতিতে কৃষক পর্যায়ে এই ধানের চাষ হয় বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাসের পতিত জমিতে। ধানের বীজ রোপনের ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবে কৃষকরা৷ তাদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চাষাবাদ এবং পরিচর্যা করায় নতুন উদ্ভাবিত ব্রি ধান-৮৭ এর ফলন বাম্পার সাম্ভবনা রয়েছে।

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ জিএম ইদ্রিস জানান, আগাম ধান কর্তন করায় কৃষকরা এখন রবি শস্য চাষ করার সুযোগ পাচ্ছে। এতে কৃষকের উৎপাদন এবং আয় দুটোই বাড়বে। এই ধান কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্রি এর প্রধান ড. মো. আলমগীর হোসাইন জানান, নতুন জাতের এই ধানের চাল চিকন এবং বর্ণ সাদা। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকরা এই ধান চাষ করলে লাভবান হবেন। নতুন জাতের ব্রি ধান-৮৭ আগামী আমন মৌসুমে কৃষকের কাছে প্রধান জাতের ধান হিসেবে পরিগণিত হবে।

মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত ইসলাম বলেন, উফশি আমন জাতের ব্রী ৮৭ জাতের ধান কান্ড শক্ত ও লম্বা হওয়ায় জাতটি এ অঞ্চলের জন্য খুবই উপযোগী। এই জাতটি একদিন এতদাঞ্চলে একটি মেগা ভ্যারাইটি রূপে আত্মপ্রকাশ করবে বলে আমি বিশ্বাস করি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button