ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

0
110

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টার: বিদ্যুতস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ই জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অভিরামপুর গ্রামের মো. শাহজাহান মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী বেলেনা বেগম(৩০)। এছাড়াও একই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন এই দম্পতির ছেলে অনিক (১০)।

অভিরামপুর গ্রামের বাসিন্দা আয়নাল হোসেন জানান, শাহজাহান মিয়া পেশায় একজন চা’দোকানদার। ব্যবসায়ের পাশাপাশি বাড়িতে কিছু মহিষও লালন-পালন করতেন। স্বাভাবিক দিনের মতো রবিবার (২১ই জুন) সকালেও শাহজাহান ও তার স্ত্রী মেষ চড়াতে বাড়ি থেকে বের হন। সঙ্গে রওনা হয় স্কুল পড়–য়া সন্তান অনিক। গন্তব্যস্থল খোলা মাঠে পৌছানোর পর মেষ চড়ানোর এক পর্যায়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) তারে বিদ্যুতস্পৃষ্ট হয় অনিক। ছেলেকে বাঁচাতে এগিয়ে যায় মা বেলেনা, তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়।

এসময় আঘাতপ্রাপ্ত হয়ে অনিক অন্যস্থানে ছিটকে পড়ে যায়। স্ত্রী বেলেনাকে উদ্ধার করতে গেলে একইভাবে শাহজাহানও বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে সন্তান অনিকের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলেনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং শাহজাহানকে কুমুদিনী হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তারও মৃত্যু হয়।

এ ব্যাপারে বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।