টি-২০ বিশ্বকাপ

প্রথম ওভারে ৩ উইকেট হারাল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল নামিবিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চার বলেই ৩ উইকেট হারায় স্কটিশরা। পেসার রোবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মুনসি। তৃতীয় বলে আউট হন কলাম ম্যাকলিওড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন।

বিশ্বকাপের ২১তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশটি বাছাই পর্বে সুযোগ পেয়ে টিকিট নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমেই স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামায় নামিবিয়া। ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পেসার রোবেন ট্রাম্পেলম্যান। অন্যদিকে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ে পড়ে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়। সেই ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button