খুলনায় পুকুরে মা-বাবা ও সন্তানের লাশ


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার কয়রা উপজেলার় বাগালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুরে একই পরিবারের তিন সদস্যের লাশ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুরে ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলেে এসে লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন – বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১৩)।
স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিন মজুর। মেয়ে হাবিবা ৭ম শ্রেণীর ছাত্রী। সোমবার বিকালে রাস্তায় বের হতে দেখেছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে পুকুরে পানি আনতে যেয়ে এক মহিলা লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।
কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিলার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। সুরতহাল তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।