টি-২০ বিশ্বকাপ
অনবদ্য ফিফটি গড়লেন মুশফিকু রহিম


মোহাম্মদ নাঈমের পর অনবদ্য ফিফটি গড়লেন মুশফিকু রহিম। ৩২ বলে ৪টি চার ও দুই ছক্কায় অর্ধশত রান পূর্ণ করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।
৫২ বলে ছয়টি বাউন্ডারিরর সাহায্যে ৬২ রান করে ফিরলেন মোহাম্মদ নাঈম। তার আগে উদ্বোধনীতে লিটন দাসের সঙ্গে গড়েন ৪০ রানের জুটি। এরপর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। চলতি বিশ্বকাপে এটা নাঈমের দ্বিতীয় ফিফটি।