দেশজুড়ে

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে গোপালপুরে মানববন্ধন

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ, এই শ্লোগানকে সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত ।

সুশাসনের জন্য নাগরিক- সুজন গোপালপুর শাখার আয়োজনে (২৩ অক্টোবর) শনিবার সকালে গোপালপুর থানা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক- সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক বাণী চক্রবর্তী এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পিবিজি সদস্য মোঃ শাহজাহান ভিপি, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার বিমল, হরিপদ মঙ্গল দে, পিবিজি সদস্য অধ্যাপক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক খন্দকার মশিউর রহমান শামীম, সুজন সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, খন্দকর ওয়াদুদ, পিএফ এডমিন ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম রঞ্জু, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button