টি-২০ বিশ্বকাপ

তাসকিনের পর পাপুয়া নিউগিনি শিবিরে সাকিবের জোড়া আঘাত

মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদের পর পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। সাইফউদ্দিন-তাসকিন ফেরান পিএনজির দুই ওপেনার লিগা সিকা ও অধিনায়ক আসাদ ভালাকে।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই সাকিব আল হাসান প্রথব বলে ফেরান চার্লস আমিনিকে। ওভারের চতুর্থ বলে আউট করেন সিমন আতিয়াকে।বাংলাদেশ দলের বিপক্ষে ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পাপুয়া নিউগিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button