সাকিব-নাঈমের জুটিতে বাড়ছে রান

0
81

দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের পর সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের।

সাকিব-নাঈম জুটিতে পঞ্চাশ

মন্থর শুরুর পর রানের গতি বাড়াতে শুরু করছে বাংলাদেশ। এতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে রান জুটিতে পঞ্চাশ এসেছে ৩৯ বলে।

১১ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭১। ৩৩ বলে ৩২ রানে খেলছেন নাঈম। সাকিবের রান ২২ বলে ২৯। এক সময়ে ১১ বলে তার রান ছিল ৯।

আবার জীবন পেলেন নাঈম

দারুণ বোলিং করলেও পুরস্কার পাচ্ছেন না ওমানের পেসাররা। ফিল্ডারদের ব্যর্থতায় মিলছে না উইকেট। প্রথম ৮ ওভারে হাত থেকে পড়েছে তিনটি ক্যাচ!

মোহাম্মদ নাদিমের বল সজোরে লেগে ঘোরান নাঈম। মিড উইকেটে ক্যাচ যায় সোজা প্রজাপতি কাশ্যপ বরাবর। কিন্তু সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি তিনি। সে সময় ২৬ রানে ছিলেন নাঈম। আগের ওভারেই তিনি জীবন পান একবার। ম্যাচের শুরুতে বেঁচে যান লিটন দাস।

৮ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৫। ২৬ বলে ২৭ রানে খেলছেন নাঈম। সাকিবের রান ১১ বলে ৯।