খেলাধুলা

লিটন দাসকে হারিয়ে চাপে বাংলাদেশ

ওমানের মতো দলের বিপক্ষে হালে পানি পাচ্ছে না বাংলাদেশ দল। ২.৫ ওভারে ওপেনার লিটন দাসের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ওমান: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

ওমান: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জিশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, নাসিম খুশি, কলিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button