দেশজুড়ে

খুলনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৬ লক্ষাধিক টাকা জরিমানা

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬। ১৭ অক্টোবর রবিবার আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট – এর সহযোগিতায় খুলনা মহানগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

র‌্যাব – ৬ সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, লাইসেন্স ব্যতীত ট্রেড মার্ক ব্যবহার, লাইসেন্স থাকা সত্বেও অসামঞ্জস্যপূর্ণ ট্রেড মার্ক ব্যবহার, অনুমোদনহীন পরিমাপক যন্ত্র ব্যবহার, অনুমোদনহীনভাবে পন্য মোড়কজাতকরণ, পরিদর্শকের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএসটিআই আইনে এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা করা হয়।

এ সময় বরিশাল হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট, সোনাডাঙ্গা বাসস্টান্ড, সোনাডাঙ্গা, খুলনা এর স্বত্বাধিকারী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আব্দুল হালিম ও নিউ বরিশাল হোটেল সোনাডাঙ্গা বাসস্টান্ড, সোনাডাঙ্গা, খুলনা এর স্বত্বাধিকারী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোঃ নাজিউর হক ( রাজিব ) প্রত্যেককে ৬০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া সাতক্ষীরা ঘোস ডেয়ারী, ১৫/১ আহসান আলী রোড, সদর, খুলনা এর স্বত্বাধিকারী খুলনা সদরের বাসিন্দা পিজুস কান্তি ঘোষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড, সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী, লোয়ার যশোর রোড, সদর থানা, খুলনা – এর স্বত্বাধিকারী সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিশ্বজিৎ ঘোষকে ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কুইন বেকারী, ৮ নং গোবর চাকা মধ্যপাড়া, সোনাডাঙ্গা, খুলনা এর স্বত্তাধিকারী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার এইচ এম মিজানুর রহমানকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের সকল অভিযুক্তদের নিকট থেকে সর্বমোট ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button