জাতীয়

বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এটি অসাম্প্রদায়িক চেতনার দেশ আমরা মনে করি ও হৃদয়ে ধারণ করি বলেই আমাদের গতি অপ্রতিরোধ্য।’

রোববার (১৭ অক্টোবর) শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে আমরা প্রথম থেকেই বলেছি- এটি কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মানুষ, সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক কিংবা হিন্দু, তারা ধর্মান্ধ নয়, তারা ধর্মভীরু, যার ধর্ম সে পালন করে।

‘কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের পবিত্র গ্রন্থকে এভাবে অবজ্ঞা করবে সেটা এদেশের মানুষ বিশ্বাস করে না। এর পিছনে কী কারণ আছে অবশ্যই আমরা তা খুঁজে বের করবো এবং তারপরেই আপনাদের জানাবো। যারাই এটি ঘটিয়েছেন তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। যেহেতু তদন্ত চলছে এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেবো।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button