বড় জয়ে বিশ্বকাপ শুরু ওমানের

0
155

ওমানের কাছে পাত্তাই পেল না পাপুয়া নিউগিনি (পিএনজি)। বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার সুযোগ পেয়ে ৯ উইকেটে ১২৯ রান করতে সক্ষম হয় পিএনজি। সহজ টার্গেট তাড়া করতে নেমে ওমানের দুই ওপেনার আকিব ইলিয়াস ও জতিন্দর সিং ১৩.৪ ওভারে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দলের জয়ে ৪২ বলে সাত চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন জতিন্দর সিং। ৪৩ বল খেলে ৫টি চার ও এক ছক্কায় ৫০ রান করেন আরেক ওপেনার আকিব ইলিয়াস।

রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই শূন্যরানে দুই ওপেনারের উইকেট হারায় পিএনজি। তৃতীয় উইকেটে তাদের ৮১ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।

২ উইকেটে ৮১ রান করা দলটি এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষদিকে মাত্র ৪৮ রানের ব্যবধানে পিএনজি হারায় ৭ উইকেট। পিএনজির হয়ে ৪৩ বলে চারটি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক আসাদ ভালা। ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৭ রান করে ফেরেন আমিনি।

আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে না পারায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে ইনিংস গুটায় পিএনজি। ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিসান মাকসুদ। বিলাল খান ও খালিমুল্লাহ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।