দেশজুড়ে

হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জলদস্যু ও ১৩ জেলেকে আটক

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিমের নেতৃত্বে কোস্টগার্ড ও থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জলদস্যু ও ১৩ জেলেকে আটক করেছে।

১৩ অক্টোবর সারারাত অভিযান চালিয়ে হিজলা গৌরবদী এলাকার মেঘনা নদীতে যৌথ অভিযান চালায় প্রশাসন। অভিযান চলাকালীন সময়ে জলদস্যুদের সাথে প্রশাসনের সংঘর্ষ বাধলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ মেঘনা নদীর জলদস্যু রফিক বাহিনীর প্রধান রফিক এর ছোট ভাই মাসুদ সহ ১০ জলদস্যুকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গতকাল বেলা ১২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম এর আদালতে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজন কে ৫ হাজার টাকা করে দণ্ডিত করা হয়।

অপরদিকে দশ জলদস্যুর নামে কোস্টগার্ড হিজলা বাদী হয়ে হিজলা থানা নিয়মিত ডাকাতি মামলা দিয়ে জেলহজতে প্রেরণ করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button