দেশজুড়ে

চট্টগ্রামে কমেছে মৃত্যু ও সংক্রমণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই দিন করোনায় কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২টি ল্যাবে ১ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন নগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৮৭৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ১৯৬ জন। এছাড়া মোট মৃত্যু ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন মহানগর এলাকায় এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার এলাকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button