আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যস্ত আইসিসি টি-২০ বিশ্বকাপ মিশনে। একই দেশে থাকলেও বাংলাদেশ দলের সঙ্গে এখনও যোগ দেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে খেলছেন। গত সোমবার রাতেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের জয়ে ব্যাটিংয়ে বড় অবদান রেখেছেন সাকিব।
শেষ ওভারে এ বাঁহাতির মারা চারেই কার্যত জয় নিশ্চিত হয়েছিল দলটির। এলিমিনেটরে ৪ উইকেটের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেছে কেকেআর। ৬ বলে অপরাজিত ৯ রানের ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন সাকিব। বুধবার (১৩ অক্টোবর) শারজায় দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচটিও খেলবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
আইপিএল মিশন শেষেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। বিসিবির পরিচালক আকরাম খান এমনটাই জানিয়েছেন। বিশ্বকাপ দলে সাকিব কখন যোগ দিবেন জানতে চাইলে সোমবার রাতে জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘সে (সাকিব) ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে, চলে আসবে।’
বিশ্বকাপের আগে আইপিএলের ম্যাচগুলো সাকিবের প্রস্তুতির জন্যই ভালো মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-২০, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’