খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না মাহমুদউল্লাহর

মঙ্গলবার (১২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। পিঠের ব্যথার কারণে বিশ্রামে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে একটুও চিন্তিত নয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেবল বাড়তি সতর্কতার জন্যেই এই ম্যাচে ডাগ-আউটে থাকছেন এই অলরাউন্ডার।

মাহমুদউল্লাহর ইনজুরি প্রসঙ্গে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘খুব বেশি দুশ্চিন্তা নেই। রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যার কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো সামনের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে বেশ আগেভাগেই ওমানে পৌঁছে যায় বাংলাদেশ দল। সেখানে ওমান-এ দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। প্রত্যাশিতভাবেই জয় পায় বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহবাহিনী আবুধাবিতে পৌঁছে। সেখানে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছাড়াও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। এরপর ওমানে গিয়ে কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button