কোয়ালিফায়ারে কলকাতা
সুনিল নারিনের অলরাউন্ড নৈপুণ্যে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার এলিমিনেটর ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় কলকাতা। ফাইনালে যেতে হলে বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিততে হবে তাদের। প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রেখেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল।
শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। নারিনের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি দলটি। ২১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন নারিন। বেঙ্গালুরুর পক্ষে কোহলি সর্বোচ্চ ৩৯ রান করেন।
জবাব দিতে নেমে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কলকাতা। বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাট হাতে ১৫ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন নারিন। এছাড়া শুভমান গিল ২৯, ভেঙ্কটেশ আইয়ার ২৬, নিতিশ রানা ২৩ রান করেন।
কলকাতার হয়ে বাংলাদেশের সাকিব আল হাসান বল হাতে আলো ছড়ান। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন। পরে ব্যাট হাতে ৬ বলে ৯ রানে অপরাজিত ছিলেন।
বেঙ্গালুরুর আইপিএল শেষ হয়ে যাওয়া মানে অধিনায়ক হিসেবে কোহলির বেঙ্গালুরু অধ্যায়েরও সমাপ্তি হলো। ভারত অধিনায়ক আগেই জানিয়েছিলেন, এবারের আইপিএলের পর আর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে থাকবেন না তিনি। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি।