মাগুরায় শেখ রাসেল হাডুডু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

0
100

মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুরে ৫ম বার্ষিকী শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্ট-২০২১ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি গত (৪ সেপ্টেম্বর) শনিবার উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া শেখপাড়া ইট ভাটা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে মহম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়ন দল বনাম দীঘা ইউনিয়ন দল অংশ নেয়। এতে দীঘা ইউনিয়ন দল বিজয়ী হয়। এসময় মাঠে খেলা দেখতে আসা শত শত দর্শকের ভিড় জমে।

ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ: লীগের সভাপতি শিকদার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, বিনোদপুর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। উক্ত খেলার পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সমাজসেবক আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবসায়ী মোঃ বাবলু শেখ।