দেশজুড়ে

গাইবান্ধায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ছদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: তেল পরিমাপক যন্ত্রে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণনসহ নানা অভিযোগে গাইবান্ধায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।এ সময় গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের এএসপি সালমান নুর আলম ও জেলা বাজার কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে তেল পরিমাপক যন্ত্রে কারচুপি ও পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কদমের তল এলাকায় জাহিদুল এজেন্সিকে ৪০ হাজার টাকা ও একই এলাকায় গাইবান্ধা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা শহরের সার্কুলার রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন-বিপণন করায় রমেশ সুইটসকে ১৫ হাজার টাকা ও প্রধান কাঁচা বাজারে দোকানে মূল্য তালিকা না থাকায় হাবিব ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং একই অভিযোগে তিন ভাই ভাণ্ডার, রনি ভাণ্ডার ও নায়েব আলী ভাণ্ডারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button