দেশজুড়ে

ডুবে যাওয়া জাহাজ থেকে ১০ ক্রু উদ্ধার

পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে আরও একটি লাইটার জাহাজ। শনিবার (৯ অক্টোবর) ভোররাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় ওই জাহাজে থাকা ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে গতকাল শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশবন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান আরটিভি নিউজকে বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজ। পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এ সময় খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ ক্রুকে জীবিত উদ্ধার করে।

পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্টগার্ড।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button