চিন্তা করে সিদ্ধান্ত নিন কর্কট, ধনী আত্মীয়ার সাহায্য চাইতে পারেন মীন
মেষ : রবি, চন্দ্র জন্মকালে এক রাশিতে অবস্থানের ফলে ভালো কাজে সহকর্মীদের বাধা আসবে। হাল ছাড়বেন না, সফল হবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
বৃষ : মহাভারতের দ্রৌপদী সকলের মনোরঞ্জন করতে গিয়ে অর্জুনকে ভালোবাসার ফলে তার মৃত্যু হয়। তাই জাতক যা পারবেন না তাতে মত দেবেন না।
মিথুন : কেতুগ্রহের অবস্থানের ফলে আপনার সাফল্য আপনার দ্বারে কড়া নাড়ছে। দেরি কেন বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান।
কর্কট : রামায়ণের মতো শব্দভেদী বাণ ছুড়ুন, লক্ষভেদ হবেই। পুরনো কোনো আর্থিক লেনদেনের সমস্যার সমাধান হবে। তবে চিন্তা করে সিদ্ধান্ত নিন।
সিংহ : বকধার্মিকের পাল্লায় পড়ে আর্থিক ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। কারও প্ররোচনায় আবেগের বশে অজানা কোনো ব্যবসায় অর্থলগ্নি করবেন না।
কন্যা : ঋতু পরিবর্তনের কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। যা খুব একটা বিপদ বয়ে আনবে না। তবে যথাসম্ভব ঠান্ডা না লাগানোই ভালো।
তুলা : কামশাস্ত্রে বর্ণিত বিষয়াদি আপনার স্ত্রীর মনঃপূত নাও হতে পারে। তাই ওঁর উপর কোনো উপরোধ চাপিয়ে দেবেন না। আলোচনা করে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : জন্মলগ্নেব দ্রাঘিমাংশে শনিগ্রহের উপস্থিতি মানসিক বলয়ে প্রভাব ফেলবে। ফলে রাজনৈতিক বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, যা অমঙ্গল বয়ে আনবে।
ধনু : চন্দ্রের দশমস্থানে বৃহস্পতির অবস্থানের ফলে হঠাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে সঠিকরূপে সবদিক বিবেচনা না করে ভ্রমণ করবেন না।
মকর : পুরুষ বন্ধুর দ্বারা যৌন হয়রানি হতে পারে। যতই নিজেরে ভালোভাবে উপস্থাপন করুক, কিছুতেই ফাঁদে পা দেবেন না। বিবাহপূর্ব মিলন পরিত্যাজ্য।
কুম্ভ : স্বার্থপরের ন্যায় আমিত্বের বড়াই করতে গিয়ে সুকুমার বিষয়টি উপেক্ষা করবেন না। বিশ্বচরাচরে প্রবল দোর্দ- প্রতাপ ব্যক্তিরও বিনাশ হয়েছে।
মীন : দেনার হাত থেকে রক্ষা পেতে, পুনরায় দেনা করবেন না। সম্ভব হলে দেনা পরিশোধের সময় বাড়িয়ে নিন। কোনো ধনী আত্মীয়ার সাহায্য চাইতে পারেন।