গণমাধ্যম

চিন্তা করে সিদ্ধান্ত নিন কর্কট, ধনী আত্মীয়ার সাহায্য চাইতে পারেন মীন

মেষ : রবি, চন্দ্র জন্মকালে এক রাশিতে অবস্থানের ফলে ভালো কাজে সহকর্মীদের বাধা আসবে। হাল ছাড়বেন না, সফল হবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ : মহাভারতের দ্রৌপদী সকলের মনোরঞ্জন করতে গিয়ে অর্জুনকে ভালোবাসার ফলে তার মৃত্যু হয়। তাই জাতক যা পারবেন না তাতে মত দেবেন না।

মিথুন : কেতুগ্রহের অবস্থানের ফলে আপনার সাফল্য আপনার দ্বারে কড়া নাড়ছে। দেরি কেন বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান।

কর্কট : রামায়ণের মতো শব্দভেদী বাণ ছুড়ুন, লক্ষভেদ হবেই। পুরনো কোনো আর্থিক লেনদেনের সমস্যার সমাধান হবে। তবে চিন্তা করে সিদ্ধান্ত নিন।

সিংহ : বকধার্মিকের পাল্লায় পড়ে আর্থিক ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। কারও প্ররোচনায় আবেগের বশে অজানা কোনো ব্যবসায় অর্থলগ্নি করবেন না।

কন্যা : ঋতু পরিবর্তনের কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। যা খুব একটা বিপদ বয়ে আনবে না। তবে যথাসম্ভব ঠান্ডা না লাগানোই ভালো।

তুলা : কামশাস্ত্রে বর্ণিত বিষয়াদি আপনার স্ত্রীর মনঃপূত নাও হতে পারে। তাই ওঁর উপর কোনো উপরোধ চাপিয়ে দেবেন না। আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : জন্মলগ্নেব দ্রাঘিমাংশে শনিগ্রহের উপস্থিতি মানসিক বলয়ে প্রভাব ফেলবে। ফলে রাজনৈতিক বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, যা অমঙ্গল বয়ে আনবে।

ধনু : চন্দ্রের দশমস্থানে বৃহস্পতির অবস্থানের ফলে হঠাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে সঠিকরূপে সবদিক বিবেচনা না করে ভ্রমণ করবেন না।

মকর : পুরুষ বন্ধুর দ্বারা যৌন হয়রানি হতে পারে। যতই নিজেরে ভালোভাবে উপস্থাপন করুক, কিছুতেই ফাঁদে পা দেবেন না। বিবাহপূর্ব মিলন পরিত্যাজ্য।

কুম্ভ : স্বার্থপরের ন্যায় আমিত্বের বড়াই করতে গিয়ে সুকুমার বিষয়টি উপেক্ষা করবেন না। বিশ্বচরাচরে প্রবল দোর্দ- প্রতাপ ব্যক্তিরও বিনাশ হয়েছে।

মীন : দেনার হাত থেকে রক্ষা পেতে, পুনরায় দেনা করবেন না। সম্ভব হলে দেনা পরিশোধের সময় বাড়িয়ে নিন। কোনো ধনী আত্মীয়ার সাহায্য চাইতে পারেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button