সুন্দরবনে দস্যুদের আস্তানার সন্ধান ;অস্ত্র,গুলি উদ্ধার

0
97

মোঃসোহেল,মোংলা প্রতিনিধি: দস্যু মুক্ত ঘোষণার প্রায় দুই বছর পর আবারো সুন্দরবনে সংগঠিত হচ্ছে জলদস্যুরা। সুন্দরবনের মাঝেরচরে সন্ধান মিলেছে জলদস্যুদের অস্ত্র তৈরির আস্তানা। আর সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র ওগুলি।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৭জুন) রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ আভিযানে এ আস্তানার সন্ধান মেলে।

বাংলাদেশ কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, সুন্দরবনে আবারো দস্যুরা সংগঠিত হচ্ছে গভীর বনে তৈরী করছে আস্তানা এমন গোপন সংবাদের ভিত্তিতে বনের পূর্বাংশে অভিজান শুরু করেন তারা। অভিযানের এক পর্যায়ে মাঝের চর নামক এলাকায় দস্যুদের একটি আস্তানা সনাক্ত করা হয়। পরে রাত ৮ টার সময় যৌথ অভিযানে ৫ টি পাইপগান,অস্ত্র তৈরীর সরঞ্জাম ও বেশ কয়েক রাউন্ত গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কোন দস্যু আটক করতে পারেনি কোস্টগার্ড।